মাদক মামলায় একজনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৪:৩৪ পিএম, ১৫ ডিসেম্বর ২০২০

জয়পুরহাটে মাদক মামলায় রবিউল ইসলাম (৩৫) নামে এক মাদকব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক গোলাম সারোয়ার এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের সরকারি কৌসুলি নৃপেন্দ্রনাথ মন্ডল বিষয়টি নিশ্চিত করেন।

দণ্ডপ্রাপ্ত রবিউল ইসলাম নওগাঁর ধামইরহাট উপজেলার চকচান্দিরা গ্রামের শরীফ মন্ডলের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১৭ জানুয়ারি জয়পুরহাটের খঞ্জনপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ধামইরহাট থেকে ঢাকাগামী মেধা এন্টারপ্রাইজের বাসে অভিযান চালায় র‍্যাব। এ সময় রবিউল ইসলামের দেহ তল্লাশী করে ৫৫৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তার দেয়া তথ্যে একই এলাকার চকশনব্দল গ্রামের আলেক মিয়ার ছেলে আবু রায়হান নামের আরো একজনকে আটক করে র‍্যাব।

পরে তাদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামী রবিউল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেন আদালত। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামী আবু রায়হানকে খালাস দেয়া হয়।

রাশেদুজ্জামান/এসএমএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।