পালিত ‘রাজার’ পিঠে চড়ে বউ আনতে গেলেন মনির

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৮:২৭ পিএম, ১৭ ডিসেম্বর ২০২০

বাবার শখ ছিল, ঘোড়ার পিঠে চড়ে বিয়ে করতে যাবে ছেলে। বাবার সেই শখ মেটানোর জন্যই সুনামগঞ্জ সদরের রঙ্গারচর ইউনিয়নের সিংপুর গ্রামের বাসিন্দা কৃষক মো. বাচ্চু মিয়ার ছেলে মনির ঘোড়ার পিঠে চড়ে বিয়ে করতে গেলেন।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সিংপুর গ্রাম থেকে ঘোড়ার পিঠে করে একই উপজেলার বিরামপুর গ্রামের মো. মরম আলীর মেয়ে শারমিন আক্তারকে বিয়ে করতে যান বর মনির হোসেন।

জানা গেছে, বাচ্চু মিয়ার বড় ছেলে মো. মনির হোসেনের বিয়ে ঠিক হয় একই এলাকার বিরামপুর গ্রামের বাসিন্দা মো. মরম আলীর মেয়ে শারমিন আক্তারের সঙ্গে। বরের বাড়ি থেকে কনের বাড়ি নৌকায় যেতে লাগে প্রায় ৩০ মিনিট। কিন্তু বাবার স্বপ্ন পূরণে ১০০ বরযাত্রী নিয়ে ঘোড়ায় চড়ে হাওরের সবুজ পথ দিয়ে এক ঘণ্টায় কনের বাড়ি পৌঁছান।

বরের বাবা বাচ্চু মিয়া জাগো নিউজকে বলেন, ছেলে যখন ছোট ছিল তখন থেকেই স্বপ্ন দেখতাম ঘোড়ার পিঠে বসিয়ে বর সেজে সে কনের বাড়ি যাবে। সেই ঘোড়ার পিছনে সবাই হেঁটে যাব। আমার সেই স্বপ্ন আজ সত্যি হয়েছে। আজ আমি খুব আনন্দিত।

বর মো. মনির হোসেন জাগো নিউজকে জানান, বাবার স্বপ্ন ছিল আমাকে ঘোড়ায় চড়িয়ে কনের বাড়িতে নিয়ে যাবেন, সেজন্য একটা ঘোড়া পালেন। তার নাম দেয়া হয়েছে রাজা। আমি সেই রাজার পিঠে চড়ে বর সেজে কনের বাড়ি গেছি। বাবার স্বপ্ন সত্যি করতে পেরে আমার খুব ভালো লাগছে।

লিপসন আহমেদ/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।