খেলতে গিয়ে প্রাণ গেল দুই বোনের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৯:১৯ পিএম, ১৭ ডিসেম্বর ২০২০
ফাইল ছবি

ফেনী সদর উপজেলার পাচগাছিয়া এলাকায় পানির ট্যাংকি থেকে জান্নাতুল ইসলাম আয়েশা ও তাসমিয়া জান্নাত নামের দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে ইউনিয়নের পশ্চিম বিজয় সিংহ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু সম্পর্কে খালাতো বোন।

নিহত আয়েশার ভাই আশরাফুল ইসলাম জানান, ওই দিন নানার বাড়ি আবুল কালাম আজাদ বিডিআরের বাড়িতে দুপুরে খেলাধুলা করছিল তারা। এক পর্যায়ে খেলতে খেলতে তারা ঘর থেকে বেরিয়ে পার্শ্ববর্তী ঢাকনাবিহীন একটি পানির ট্যাংকিতে পড়ে যায়। পরে খোঁজাখুঁজির পর স্বজনরা তাদের পানির ট্যাংকি থেকে উদ্ধার করে ফেনীর জেড ইউ মডেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত শিশু আয়েশা পশ্চিম বিজয় সিংহ এলাকার শফি ড্রাইভার বাড়ির ফখরুল ইসলামের মেয়ে এবং তাসমিয়া ফাজিল পুর ইউনিয়নের কলাতলী গ্রামের এরশাদের মেয়ে। নিহত দুই শিশু কয়েকদিন পূর্বে নানার বাড়িতে মায়ের সঙ্গে বেড়াতে এসেছিলেন।

স্থানীয় পাঁচগাছিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক পানির ট্যাংকি থেকে দুই শিশুর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোনো অভিযোগ না থাকায় স্বজনদের লাশ দাফনের জন্য বলা হয়েছে।

রাশেদুল হাসান/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।