ট্রাকের চাকায় প্রাণ গেল নারীর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৩:০৯ পিএম, ১৮ ডিসেম্বর ২০২০

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী নারী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক আহত হয়েছেন।

শুক্রবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় মহাসড়কের তারটিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোছা. মিনা বেগম (৪৫) টাঙ্গাইল শহরের আশেকপুর এলাকার জিন্নাহ আলীর (৫৫) স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. রেজাউল করিম।

তিনি জানান, সকালে মোটরসাইকেল করে টাঙ্গাইলের আশেকপুরের জিন্নাহ আলী (৫৫) তার স্ত্রীকে নিয়ে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। তারটিয়া এলাকায় পৌঁছালে পিছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তার স্ত্রী মোছা. মিনা বেগম (৪৫) ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। পরে আহত অবস্থায় জিন্নাহকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

আরিফ উর রহমান টগর/এসএমএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।