নৌকার মাঝি নাদের, ধানের শীষ পেলেন মোর্শেদ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ১১:২২ এএম, ১৯ ডিসেম্বর ২০২০

নতুন বছরের শুরুতেই দ্বিতীয় ধাপে আগামী ১৬ জানুয়ারি সুনামগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে এরই মধ্যে মেয়র পদে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ ও বিএনপি।

মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন পৌরসভার বর্তমান মেয়র নাদের বখত। শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকেলে গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের স্থানীয় সরকার পর্যায়ে মনোনয়ন বোর্ডের সভায় মেয়র পদে নাদের বখতের নাম চূড়ান্ত করা হয়।

মনোনয়ন চূড়ান্ত হওয়ার খবর এলাকায় পৌঁছালে নাদের সর্মথকরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে সুনামগঞ্জ শহরে আনন্দ মিছিল করেন।

এদিকে মেয়র পদে জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আলম দলীয় মনোনয়ন পেয়েছেন। গত ১৩ ডিসেম্বর জেলা বিএনপির কার্যালয়ে দলের কেন্দ্রীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত মনোনয়নপত্র তার হাতে তুলে দেন জেলা বিএনপি সভাপতি সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল। মুর্শেদ ধানের শীষ প্রতীকে প্রথমবারের মতো মেয়র পদে নির্বাচন করেছেন।

নৌকার প্রার্থী নাদের বখত জাগো নিউজকে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার ওপর আস্থা রেখে দ্বিতীয়বারের মতো সুনামগঞ্জ পৌরসভা নির্বাচনে মনোনয়ন দিয়েছেন। আমার বিশ্বাস আগামী ১৬ জানুয়ারি সুনামগঞ্জ পৌরবাসী নৌকা প্রতীকে আমাকে বিপুল ভোটে বিজয়ী করবে।

বিএনপির প্রার্থী মোর্শেদ আলম জাগো নিউজকে বলেন, সুনামগঞ্জ পৌরবাসী তাদের অধিকার আদায়ের জন্য ১৬ জানুয়ারির ভোটে আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করবে।

নির্বাচন অফিস সূতে জানা গেছে, পৌর নির্বাচনে আগামী ২০ ডিসেম্বর মনোনয়ন দাখিলের শেষ দিন। আর ১৬ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

লিপসন আহমেদ/এএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।