বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনায় অতিথি হয়ে বিপাকে সংসদ সদস্য

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৬:৩৮ পিএম, ২০ ডিসেম্বর ২০২০

মহান বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের দেয়া একটি সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম ওরফে শিউলি আজাদকে ‘বিতর্কিত করার অপচেষ্টা’ চলছে বলে দাবি করেছেন তিনি।

শনিবার (১৯ ডিসেম্বর) বিকেলে আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য শিউলি আজাদ। অনুষ্ঠানে সংবর্ধিত বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে একজন জামায়াত নেতা উল্লেখ করে ফেসবুকে তুমুল সমালোচনা হচ্ছে।

তবে সাংসদ শিউলি আজাদ এক বিবৃতিতে বলেছেন, ‘সংবর্ধনা অনুষ্ঠান নিয়ে ফেসবুকে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। বিষয়টি আমার দৃষ্টিগোচর হয়েছে। শরীফপুর ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোয় আমি সেখানে গিয়েছিলাম।’

বিবৃতিতে তিনি আরও বলেন, ‘অনুষ্ঠানে ৪৩ জন মরণোত্তরসহ ৭৪ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেয়া হয়। তাদের মধ্যে কোনো বীর মুক্তিযোদ্ধা কোনো দল করেন কি-না সেটি আমার জানা নেই। এছাড়া আমি কাউকে ব্যক্তিগতভাবে চিনিও না। কিন্তু বিষয়টি নিয়ে ফেসবুকে কতিপয় ব্যক্তি সমালোচনা করছেন। যদি কোনো ভুলত্রুটি হয়ে থাকে, তাহলে তার দায়ভার অনুষ্ঠান কর্তৃপক্ষ ও মুক্তিযোদ্ধা সংসদের। কারণ সংবর্ধিত মুক্তিযোদ্ধাদের তালিকা মুক্তিযোদ্ধা সংসদ ও অনুষ্ঠানের আয়োজকরা করেছেন। এটির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।’

এদিকে শরীফপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদও পৃথক বিবৃতিতে সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে একটি চক্র সংসদ সদস্য শিউলি আজাদকে বিতর্কিত করার জন্য অপপ্রচার করছে বলে জানিয়েছে। যারা বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছেন, তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ।

আজিজুল সঞ্চয়/এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।