মনোনয়নপত্র দাখিলে প্রার্থীর সঙ্গে গেলেন এমপি শিবলী সাদিক
দিনাজপুরের বিরামপুর পৌরসভার নির্বাচনে মেয়র প্রার্থীর সঙ্গে মনোনয়নপত্র দাখিল করতে গেলেন সংসদ সদস্য (এমপি) শিবলী সাদিক। তবে এমপি ব্যক্তিগত কাজে নির্বাচন অফিসে গিয়েছিলেন বলে সহকারী রিটার্নিং অফিসার দাবি করেছেন।
রোববার (২০ ডিসেম্বর) বিকেলে বিরামপুর নির্বাচন সহকারী রিটার্নিং অফিসার শামসুল আযমের কাছে আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থী অধ্যাপক আক্কাস আলী মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় দিনাজপুর-৬ আসনের এমপি শিবলী সাদিক উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের দলীয় প্রার্থীর মনোনয়নপত্র দাখিলের সময় এমপি শিবলী সাদিকের উপস্থিত থাকার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
এ সময় বিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজুসহ আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিরামপুর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, রোববার বিকেল ৫টা পর্যন্ত বিরামপুর পৌরসভার মেয়র পদে ছয়জন মনোনয়নপত্র দাখিল করেন। এরা হলেন-আওয়ামী লীগ সমর্থিত অধ্যাপক আক্কাস আলী, আওয়ামী লীগের বিদ্রোহী ও বর্তমান মেয়র লিয়াকত আলী সরকার টুটুল ও মুশফিকুর রহমান, বিএনপির প্রার্থী হুমায়ুন কবির, বিএনপির বিদ্রোহী আজাদুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট নুরুজ্জামান।
মনোনয়নপত্র দাখিলের সময় এমপির উপস্থিতির বিষয়ে বিরামপুর নির্বাচন সহকারী রিটার্নিং অফিসার শামসুল আযম বলেছেন, ‘এমপি মহোদয় ব্যক্তিগত কাজে এখানে এসেছিলেন। তিনি কোনো প্রার্থীর সঙ্গে মনোনয়নপত্র দাখিল করতে আসেননি। তবে তিনি যখন এসেছিলেন সেই সময় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মনোনয়নপত্র দাখিল করতে আসেন।’
মনোনয়নপত্র দাখিল বা নির্বাচনী কোনো কার্যক্রমের সময় কোন এমপি উপস্থিত থাকতে পারেন কি-না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মনোনয়নপত্র দাখিলের সময় কোনো এমপি বা জনপ্রতিনিধি উপস্থিত থাকতে পারবেন না।’
এ বিষয়ে দিনাজপুর-৬ আসনের এমপি শিবলী সাদিকের ব্যক্তিগত নম্বরে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এমদাদুল হক মিলন/এসআর/এমকেএইচ