সুনামগঞ্জে ট্রাক ধর্মঘট, পণ্য পরিবহন বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০১:৪০ পিএম, ২২ ডিসেম্বর ২০২০

সিলেট বিভাগের বালি-পাথর মহাল ও কোয়ারি খুলে দেয়ার দাবিতে সুনামগঞ্জ থেকে সব ধরনের পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে জেলা ট্রাক ট্যাংকলরি, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে এ দাবিতে শহরের ওয়েজখালী এলাকায় ট্রাক টার্মিনালে বিক্ষোভ মিছিল করেন ট্রাক, কাভার্ডভ্যান ও লরি শ্রমিকরা। মিছিল শেষে ঘোষণায় বৃহস্পতিবার বিকেল পর্যন্ত সব ধরনের পণ্য পরিবহন বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন তারা।

মিছিল শেষে সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা ট্রাক ট্যাংকলরি, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সামাদ,সাধারণ সম্পাদক নূর উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল জাহান, সদর উপজেলা শাখার সভাপতি মছব্বির মিয়াসহ শ্রমিক নেতা সদরুল ইসলাম,জাবেদীন আলম প্রমুখ।

তারা বলেন, ‘সিলেটর বালি পাথর মহাল ও কোয়ারিগুলো বন্ধ থাকায় হাজার হাজার ট্রাক মালিক-শ্রমিক এক বছর ধরে মানবেতর জীবনযাপন করছেন। ট্রাক, পিকআপ-এর ব্যাংক কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে। হাজার হাজার মালিক পথে বসেছেন। এ অবস্থা চলতে পারে না।’

বক্তারা আরও বলেন, ‘অবিলম্বে সিলেট বিভাগের সকল পাথর কোয়ারি ও বালি-পাথর মহাল থেকে ম্যানুয়াল পদ্ধতিতে বালি-পাথর উত্তোলনের ব্যবস্থা করে দিতে হবে। অন্যথায় পরিবহন শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে দেশব্যাপী পণ্য পরিবহন বন্ধ করে দেবে।’

বিক্ষোভ মিছিলের আগে সুনামগঞ্জ থেকে অন্য জেলায় পাঠানো সবজিবাহী পিকআপসহ বিভিন্ন ধরনের পণ্যবাহী যানবাহন আটকে দেন বিক্ষুব্ধ শ্রমিকরা।

লিপসন আহমেদ/এসএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।