আবারও একইস্থানে ট্রেন দুর্ঘটনা, ট্রেন চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৫:৪৯ পিএম, ২২ ডিসেম্বর ২০২০

মালবাহী ট্রেন ও ট্রাকের সংঘর্ষে এক গেটকিপার নিহতের কয়েক ঘণ্টা পর একইস্থানে আবারও দুর্ঘটনার কবলে পড়েছে খুলনাগামী রূপসা এক্সপ্রেস।

মঙ্গলবার দুপুর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে করে উত্তরের ৬টি জেলার সঙ্গে ঢাকা, রাজশাহী, খুলনার ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

Fulbari-Train-Accident-2

পার্বতীপুর রেলওয়ে স্টেশন মাস্টার জিয়াউল আহসান বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রেনটি পার্বতীপুর থেকে খুলনার উদ্দেশে যাচ্ছিল। ফুলবাড়ী স্টেশনের প্রবেশের আগেই রেলক্রসিংয়ে দুর্ঘটনার কবলে পড়ে ট্রেনটি। দুর্ঘটনা কবলিত ট্রেনের বগিটি উদ্ধার কার্যক্রম চলছে। আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দ্রুতই ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছেন তিনি।

এর আগে একইস্থানে সোমবার দিবাগত রাত ১টার দিকে ট্রেন ও ট্রাকের সংঘর্ষ হয়। সংঘর্ষে দুর্ঘটনা কবলিত ট্রাকের নিচে চাপা পড়ে সুশান্ত কুমার দাস (৩২) নামে গেটকিপার নিহত হন।

এমদাদুল হক মিলন/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।