ভোলায় আগুনে পুড়ল নৌ থানাসহ ২০ দোকান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ১১:২০ পিএম, ২৩ ডিসেম্বর ২০২০

ভোলার ইলিশায় অগ্নিকাণ্ডের ঘটনায় নৌ পুলিশ থানা ও প্রায় ২০টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি স্থানীয় ব্যবসায়ীদের। তবে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা।

বুধবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের জংশন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী মো. শাহিন জানান, সন্ধ্যা ৭টার দিকে জংশন বাজারের ব্যবসায়ী মো. কালুর দোকানের থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালায়। পরে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট এসে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, আগুন নিয়ন্ত্রণে আনার আগে অগ্নিকাণ্ডের ঘটনায় ইলিশা নৌ পুলিশ থানা, জাহাঙ্গীরের টিনের দোকান, ফারুকের কাঠের দোকান, সাইফুলের ফার্মেসি, সাহাবুদ্দিনের খাবার হোটেল, নিজামের গার্মেন্টস, মফিজের পেট্রলের দোকান, ইসমাইলের হার্ডওয়ারের দোকান, পরিমলের জুয়েলার্স, আরিফের মুদি দোকানসহ প্রায় ২০টি দোকান পুড়ে গেছে।

jagonews24

ইলিশা নৌ থানার ওসি সুজন কুমার পাল জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় আমাদের নৌ থানার প্রয়োজনীয় কাগজপত্র দ্রুত সরিয়ে ফেলি। আগুন দ্রুত ছড়িয়ে পরায় অন্যান্য মালামাল সরিয়ে নেয়া সম্ভব হয়নি। তবে এ ঘটনায় কেউ আহত হননি।

ভোলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. জাকির হোসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি।

ক্ষয়-ক্ষতির পরিমাণ এ মুহূর্তে বলা যাচ্ছে না। তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরি করা হচ্ছে বলে জানান তিনি।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ভোলা সদর উপজেলার নির্বাহী অফিসার মো. মিজানুর রহামান, মডেল থানার ওসি মো. এনায়েত হোসেন, ওসি তদন্ত মো. আরমান হোসেন।

জুয়েল সাহা বিকাশ/জেএইচ

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।