দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৩:১৩ পিএম, ২৪ ডিসেম্বর ২০২০

জয়পুরহাটের ক্ষেতলালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র, একটি ট্রাকসহ অন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্যকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৩ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার মুন্দাইল এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীরেন্দ্রনাথ মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন- ক্ষেতলাল উপজেলার শাখারুঞ্জ গ্রামের মোতালেবের ছেলে মেহেদী হাসান (২৫), গাইবান্ধার ক্ষুদ্র মাটি বাড়ি গ্রামের আমির হোসেনের ছেলে আব্দুল হাই (৪০), বগুড়ার শিবগঞ্জ উপজেলার তিলস পশ্চিমপাড়া গ্রামের আজাহার আলীর ছেলে আবুল কালাম (৩৫), নিশিন্দারা গ্রামের আজিম উদ্দিনের ছেলে বকুল (৩৪), তিলাস গ্রামের ফরহাজ সরকারের ছেলে হেলাল উদ্দিন (৪২) এবং একই গ্রামের আজাহার আলীর ছেলে রমজান আলী (৩০)।

ওসি বলেন, জেলার বিভিন্ন সড়কে রাতে খালি ট্রাক নিয়ে তারা ঘোরাঘুরি করত। সুযোগ বুঝে যাত্রীদের উঠিয়ে ফাঁকা স্থানে নিয়ে ডাকাতি করত। কখনও মালামাল কেড়ে নিয়ে ছেড়ে দিত। আবার কখনও যাত্রীদের খুন করে লাশ সড়কে রেখে যেত। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, ট্রাকসহ তাদের আটক করা হয়।

রাশেদুজ্জামান/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।