নতুন ধানের পিঠামেলা
নওগাঁর মান্দায় ঐতিহ্যবাহী গ্রামীণ পিঠামেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ ডিসেম্বর) দিনব্যাপী উপজেলার কালীগ্রাম শাহ কৃষি যাদুঘরের সামনের আমবাগানে এ পিঠামেলা বসে।
মেলায় স্কুল কলেজের শিক্ষার্থীসহ স্থানীয় গ্রামীণ নারীরা ২৪টি স্টলে নিজেদের তৈরি বিভিন্ন রকমের দেশীয় পিঠা বেচাকেনা এবং প্রর্দশন করেন।
পিঠার মধ্যে ছিল- ভাপা পিঠা, পুলি পিঠা, জামাই পিঠা, শাপলা পিঠা, পাটি শাপটা পিঠা, পাকান পিঠা, কুশলি পিঠা ও সতীন পিঠা।

প্রতিবছর নতুন আমন ধান ঘরে উঠানোর পর কৃষকরা আনন্দের উৎসবে মেতে উঠেন। আর নতুন ধান থেকে তৈরি হয় নানা ধরনের পিঠা। এ পিঠা দিয়ে আত্মীয়স্বজনকে দাওয়াত করে খাওয়ানো যেন এক অন্যরকম আনন্দ। এতে গ্রামে এক মিলনমেলার সৃষ্টি হয়।
মান্দা শাহ কৃষি তথ্য পাঠাগারের প্রতিষ্ঠাতা পরিচালক জাহাঙ্গীর আলম শাহ বলেন, গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখতে প্রতিবছরের মতো এবারও পিঠামেলার আয়োজন করা হয়। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।
আব্বাস আলী/এসএমএম/জেআইএম