অবশেষে মারাই গেলেন বাসচালক মামুনুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ২৭ ডিসেম্বর ২০২০

২৭ ডিসেম্বর জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল রেলগেট এলাকায় ভয়াবহ বাস-ট্রেন দুর্ঘটনার এক সপ্তাহ পর আহত আরো একজনের মৃত্যু হলো ।

বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মামুনুর রশিদ (৪০) নামের ওই বাসচালক মারা যান। এ নিয়ে বাস-ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল ১৩।

বাসচালক মামুনুর রশিদ জয়পুরহাট সদর উপজেলার হারাইল গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।

নিহত মামুনের স্ত্রী সুমি বেগমসহ গ্রামবাসী জানান, মামুনুর রশিদ ওই বাস চালিয়ে জয়পুরহাট থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দরের দিকে যাচ্ছিলেন। একই বাসে থাকা অপর এক বাসচালক জিয়াউল ইসলাম জিয়াও ঘটনাস্থলেই নিহত হন।

ওই মরদেহগুলো এতটাই বিভৎস অবস্থায় ছিল যে তাৎক্ষণিকভাবে কাউকেই ওই সময় শনাক্ত করা যায়নি। এ কারণে ওই দুর্ঘটনায় ১২ জনের সাথে মামুনুর রশিদও মারা গেছেন বলে তারা জানতে পারেন এবং তা সংবাদকর্মীদেরও জানানো হলে সে খবর প্রচারিত হতে থাকে।

jagonews24

অন্যদিকে গুরুতর আহত মামুনুর রশিদের চেহারাও চেনা যাচ্ছিল না, তাকে হাসপাতালে ভর্তি করানোর অনেক পরে পরিবারের সদস্যরা জানতে পারেন। সেখানে দীর্ঘ আট দিন অচেতন অবস্থায় চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজের আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পর মামুনুর রশিদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুপুরে তার লাশ দাফন সম্পন্ন হয়েছে।

প্রসঙ্গত, শনিবার (১৯ ডিসেম্বর) সকাল ৭টার দিকে জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল রেলগেটে ভয়াবহ বাস ও ট্রেন সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রাণ হারিয়েছেন ১২ জন।

রাশেদুজ্জামান/এসএমএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।