বাড়ি ফেরা হলো না মা-মেয়ের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৮:৩৯ পিএম, ২৮ ডিসেম্বর ২০২০
প্রতীকী ছবি

ভোলার চরফ্যাশন উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় মা-মেয়ে নিহত হয়েছেন। সোমবার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার শশীভূষণ থানার পানির কল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার শশীভূষণ থানার চর কলমী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চর মঙ্গল গ্রামের মো. বেলাল হোসেন মাস্টারের স্ত্রী তানিয়া (৩০) ও মেয়ে মালিহা (৩)।

স্থানীয়রা জানান, বিকেল সাড়ে ৫টার দিকে মেয়েকে নিয়ে চরফ্যাশন থেকে অটোরিকশায় করে গ্রামে ফিরছিলেন তানিয়া। পানির কল এলাকায় আসলে গাড়িটি একটু হেলে পড়লে মায়ের কোল থেকে ছিটকে পড়ে মালিহা। মেয়েকে উঠাতে গেলে দক্ষিণ আইচা থেকে চরফ্যাশনগামী একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস তাদের চাপায় দেয়। এতে ঘটনাস্থলে মা-মেয়ের মৃত্যু হয়।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জুয়েল সাহা বিকাশ/এমএসএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।