শাহজাদপুরে আওয়ামী লীগের তরু লোদী বিজয়ী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৮:৫৯ পিএম, ২৮ ডিসেম্বর ২০২০

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার নির্বাচনে মনির আক্তার খান তরু লোদী বেসরকারিভাবে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ২৯ হাজার ৮৭ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মাহমুদুল হাসান সজল ধানের শীর্ষ প্রতীকে পেয়েছেন ১ হাজার ৮৬৭ ভোট।

প্রথম ধাপে সোমবার (২৮ ডিসেম্বর) ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে শাহজাদপুর পৌরসভায় ভোটগ্রহণ হয়েছে। সকাল ৮টা থেকে ২৫টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় বিকেল ৪টায়।

ভোট গণনা শেষে উপজেলা কন্ট্রোলরুম থেকে আওয়ামী লীগ প্রার্থী তরু লোদীকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করা হয়।

এ নির্বাচনে মেয়র পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নয়টি ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪২ জন প্রার্থী। এছাড়া সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

ইউসুফ দেওয়ান রাজু/এমআরআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।