কুড়িগ্রাম পৌরসভায় বিজয়ী আ.লীগ প্রার্থী কাজিউল ইসলাম
কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. কাজিউল ইসলাম ১৪ হাজারের বেশি ভোটের ব্যবধানে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তিনি মোট ১৯ হাজার ৭৭৩ পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. শফিকুল ইসলাম বেবু পেয়েছেন ৫ হাজার ৪৬৮ ভোট।
প্রতিদ্বন্দ্বী অন্যান্য প্রার্থীদের মধ্যে বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. আবু বকর সিদ্দিক নারিকেল গাছ প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ২৯৩ ভোট। এছাড়া বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী আব্দুল মজিদ হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৫৮ ভোট। এছাড়া আওয়ামী লীগের বহিষ্কৃত প্রার্থী মো. সাইদুল হাসান দুলাল জগ প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৮৩৭ ভোট।
জেলা নির্বাচন ও রিটার্নিং অফিসার মো. জাহাঙ্গীর আলম রাকিব জানান, ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ছে। তুচ্ছ দুয়েকটি ঘটনা ছাড়া আনন্দমুখর পরিবেশে ভোট হয়ছে। কোন ধরনের অনিয়ম, অব্যবস্থাপনা ও ভোট জালিয়াতির অভিযোগ পাওয়া যায়নি।
কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী ছিলেন ৫জন, ৮টি ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী ছিলেন ৩৯ জন এবং ৩টি সংরক্ষিত ওয়ার্ডে মহিলা কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। প্রথমবারের মতো ইভিএমে এ পৌরসভায় নির্বাচন হয়।
কুড়িগ্রাম পৌরসভা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে ১৭ জন আনসারনহ ৭ জন পুলিশ দায়িত্ব পালন করেন। এছাড়া স্ট্রাইকিং ফোর্স হিসেবে ৩ প্লাটুন বিজিবি, র্যাবের ৩টি টিম ও পুলিশের ২টি টিম সহযোগিতা করেন। নির্বাচনে একজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, প্রতিটি ওয়ার্ডে ১ জন করে ম্যাজিস্ট্রেট ও ৮ টি মোবাইল টিম দায়িত্বে ছিলেন।
মো. মাসুদ রানা/এমএইচআর/জেআইএম