নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০৪:২৬ পিএম, ৩০ ডিসেম্বর ২০২০
প্রতীকী ছবি

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে প্রকাশ কুমার দাস (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (৩০ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার বাসাইল রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

মৃত প্রকাশ কুমার থার্মেক্স গ্রুপের শিবপুর শাখায় সিনিয়র ফোরম্যান হিসেবে কর্মরত ছিলেন।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মো. শাহ আলম জানান, বুধবার দুপুরে ঢাকা থেকে আখাউড়াগামী তিতাস কমিউটার ট্রেনটি নরসিংদী শহরের বাসাইল রেলক্রসিং অতিক্রম করছিল। এসময় প্রকাশ কুমার দাস রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

সঞ্জিত সাহা/এএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।