পৌর নির্বাচনে আ.লীগের বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার
নাটোরের নলডাঙ্গা পৌরসভা নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থীর বিপক্ষে মেয়র পদে প্রার্থী হওয়ায় পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি সাহেব আলীকে দল থেকে থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (৩০ ডিসেম্বর) রাতে নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৌর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়। সভায় দলীয় কোনো কর্মীকে সাহেব আলীরপক্ষ না নেয়ার জন্য নির্দেশ দেয়া হয়।
পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলাম পিয়াস ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন নলডাঙ্গা পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে মেয়র পদে ভোটে অংশ গ্রহণ করায় তাকে মনোনায়ন প্রত্যাহারে অনুরোধ জানানো হয়। গত ২৯ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন থকলেও তিনি প্রত্যাহার করেননি। ফলে তিনি দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজ করেছেন।
এ অবস্থায় জেলা ও উপজেলা আওয়ামী লীগের সঙ্গে পরামর্শ সাপেক্ষে বুধবার রাতে পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় গঠনতন্ত্রের ১৭ (চ) ধারা অনুযায়ী তাকে পৌর আওয়ামী লীগের ১ নং সহ-সভাপতি এবং আট নং ওয়ার্ড সদস্য থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হলো।
এ বিষয়ে সাহেব আলী জানান, তিনি কোনো কারণ দর্শনোর নোটিশ বা দল থেকে বহিষ্কার করা হয়েছে এমন কোনো পত্র পাননি। তবে তিনি নির্বাচন করছেন এটি সত্য।
রেজাউল করিম রেজা/এসজে/জেআইএম