করোনায় আক্রান্ত হয়ে লন্ডনে সাবেক এমপির মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ১১:০৯ এএম, ০১ জানুয়ারি ২০২১

মৌলভীবাজারের প্রবীণ রাজনীতিবিদ আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা ও পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য মুক্তিযুদ্ধের সংগঠক তোয়াবুর রহিম লন্ডনে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তোয়াবুর রহিম বিগত কয়েকদিন যাবৎ করোনায় আক্রান্ত হয়ে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৩টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

প্রবীণ এ রাজনীতিবিদ পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য, তৎকালীন গণপরিষদ সদস্য, বাংলাদেশের প্রথম জাতীয় পরিষদ সদস্য (সিলেট ১৪ মৌলবীবাজার, রাজনগর) ও মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। তার গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার বালিসহস্র গ্রামে।

এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।