২৬ বোতল বিদেশি মদসহ আটক ৫
মোংলায় ২৬ বোতল বিদেশি মদসহ ৫ মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর শুক্রবার (১ জানুয়ারি) কারাগারে পাঠানো হয়েছে।
কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা) গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট এম মাজহারুল হক জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মোংলা বন্দরের বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। সেসময় ২৬ বোতল বিদেশি মদসহ ৫ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন- শ্রী প্রতি মন্ডল রায় (৪৮), মাধব অধিকারী (১৯), পিংকু গাইন (৩০), আফতাফ খলিফা (২০) ও শিব সংকর (১৮)। তাদের বাড়ি বাগেরহাটের মোংলা ও রামপালের বিভিন্ন এলাকায়।
আটককৃতদের বৃহস্পতিবার রাতেই মোংলা থানা পুলিশের কাছে সোপর্দ করে কোস্টগার্ড। থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর শুক্রবার সকালে তাদের বাগেরহাট কারাগারে পাঠিয়েছে পুলিশ।
মো. এরশাদ হোসেন রনি/এমএইচআর/জেআইএম