‘তারুণ্য মোংলা’র উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৮:২৫ এএম, ০২ জানুয়ারি ২০২১

স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্য মোংলা’র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মোংলা পৌর শহরের বিভিন্ন এতিমখানার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সংগঠনের সভাপতি মো. মনির হোসেনের সভাপতিত্বে শুক্রবার (১ জানুয়ারি) বেলা ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন উপজেলা শাখার সভাপতি ও শেখ আব্দুল হাই ব্লাড ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ কামরুজ্জামান জসিম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) নেতা সাংবাদিক শেখ মো. নুর আলম, সংগঠনের উপদেষ্টা দৈনিক সময়ের খবর ও সময় টেলিভিশনের মোংলা প্রতিনিধি মাহমুদ হাসান, দৈনিক ইনকিলাব ও জিটিভির প্রতিনিধি মনিরুল ইসলাম দুলু, সিগনাল টাওয়ার জরিনা কুলসুম মাদরাসা ও এতিমখানার সুপার মাওলানা আকরামুজ্জামান, তরুণ স্বেচ্ছাসেবক আব্দুল জব্বার, শেখ আব্দুল হাই ব্লাড ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি কাজী মো. সাগর, রুদ্র স্মৃতি সংসদের প্রচার ও প্রকাশনা সম্পাদক বাইজিদ হোসেন, প্রথম আলো বন্ধুসভার উপ-সাংগঠনিক সম্পাদক রাজু হোসাইন তালহা, মোংলা যুব ফোরামের সভাপতি পারভেজ খান, মো. সুজন, মো. মাসুম বিল্লাহ, শেখ মো. সৌরভ, মো. সালাউদ্দিন, নীলিমা জাহান নীলা প্রমুখ।

Tarunno-(2).jpg

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, সমাজের অসহায় দরিদ্র মানুষের জন্য কাজ করছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্য মোংলা’। অদূর ভবিষ্যতে এ সংগঠনের প্রত্যেক কর্মী দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মানবতার কল্যাণে কাজ করে যাবে এমন প্রত্যাশা সবার।

এরশাদ হোসেন রনি/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।