মোংলায় নৌকা প্রতীকের তোরণে বঙ্গবন্ধুর ছবিতে আগুন!

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০২:৩৬ পিএম, ০২ জানুয়ারি ২০২১

মোংলায় পৌর নির্বাচনের নৌকা প্রতীকের তোরণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিতে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার (১ জানুয়ারি) রাতে কে বা কারা পৌর শহরের ১ নম্বর জেটি এলাকায় পৌর নির্বাচন উপলক্ষে নির্মিত তোরণে অগ্নিসংযোগ করা হয়।

খবর পেয়ে শনিবার (২ জানুয়ারি) সকালে স্থানীয় আওয়ামী লীগের নেতা ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা যায়নি। এ নিয়ে থানায় মামলার প্রক্রিয়া চলছে।

এরশাদ হোসেন রনি/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।