মোংলায় নৌকা প্রতীকের তোরণে বঙ্গবন্ধুর ছবিতে আগুন!
মোংলায় পৌর নির্বাচনের নৌকা প্রতীকের তোরণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিতে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার (১ জানুয়ারি) রাতে কে বা কারা পৌর শহরের ১ নম্বর জেটি এলাকায় পৌর নির্বাচন উপলক্ষে নির্মিত তোরণে অগ্নিসংযোগ করা হয়।
খবর পেয়ে শনিবার (২ জানুয়ারি) সকালে স্থানীয় আওয়ামী লীগের নেতা ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা যায়নি। এ নিয়ে থানায় মামলার প্রক্রিয়া চলছে।
এরশাদ হোসেন রনি/এসআর/এমএস