রেললাইনে বসে থাকায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ১২:৩৫ পিএম, ০৩ জানুয়ারি ২০২১
প্রতীকী ছবি

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (২ জানুয়ারি) রাতে উপজেলার সল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম পরিচয় এখনও জানা যায়নি।

স্থানীয়রা জানান, রাত ১১টার দিকে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের রেললাইনের পাশে একটি মাছের গাড়ি নষ্ট হয়েছিল। ধারণা করা হচ্ছে ওই গাড়ির লোকজন নেমে রেললাইনে বসে ছিল। তখন ওই যুবক ট্রেনে কাটা পড়তে পারেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন মাস্টার আব্দুল মান্নান।

তিনি জানান, বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।

আরিফ উর রহমান টগর/এসএমএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।