৩ কোটি টাকার তক্ষক উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০২:৪৭ পিএম, ০৪ জানুয়ারি ২০২১

ভোলায় কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা অভিযান চালিয়ে তিনটি তক্ষক উদ্ধার করেছে। এই তক্ষকগুলোর আনুমানিক মূল্য তিন কোটি টাকা বলে জানিয়েছে কোস্টগার্ড।

রোববার (৩ জানুয়ারি) রাতে ভোলা সদর উপজেলার খেয়াঘাট ব্রিজ এলাকা থেকে এ তক্ষক উদ্ধার করা হয়।

সোমবার (৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে কোস্টগার্ড দক্ষিণ জোনের লে. কমান্ডার বি এন এম মেহেদী হাসানের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের গোয়েন্দা কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান বলেন, রোববার রাত সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খেয়াঘাট ব্রিজ এলাকায় অভিযান চালানো হয়। সেসময় মোটরসাইকেল করে দুই পাচারকারী তক্ষক নিয়ে আসছিল। পরে দূর থেকে আমাদের দেখে পাচারকারীরা ব্যাগভর্তি তিনটি তক্ষক ফেলে পালিয়ে যায়। তাদের আটক করা সম্ভব হয়নি।

তিনি আরো জানান, উদ্ধারকৃত তক্ষকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

জুয়েল সাহা বিকাশ/এসএমএম/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।