‘ছাত্রলীগ সোনার মানুষ সৃষ্টি করে’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৮:৫২ পিএম, ০৪ জানুয়ারি ২০২১

‘ছাত্রলীগ হলো একটি ইন্ডাস্ট্রি। সেই ইন্ডাস্ট্রি থেকে ছাত্রলীগ বের হয়ে দেশের নেতৃত্ব দেয়। জাতিকে নেতৃত্ব দেয়। ছাত্রলীগ সোনার মানুষ সৃষ্টি করে। আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক একসময় ছাত্রলীগ করতেন। আজকে আপনাদের অনুষ্ঠানে আসলে সংশয় হয়, ইজ্জতের ভয় হয়। সেখানে গিয়ে কি ইজ্জত রক্ষা করা যাবে?’

মৌলভীবাজারে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।

সোমবার (৪ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে জেলা ছাত্রলীগের আয়োজনে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলমের পরিচালনায় ও সভাপতি আমীরুল হোসেন চৌধুরী আমীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মিছবাহুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. ফজলুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. কামাল হোসেন।

Nasar-(3).jpg

অনুষ্ঠান শুরুর আগে স্লোগান নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে অতিথিদের কাছে দুঃখ প্রকাশ করেন জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।

বক্তব্যের সময় এমপি নেছার আহমদ কর্মীদের উদ্দেশে বলেন, ‘দয়া করে ছাত্রলীগের অতীত ঐতিহ্যকে নষ্ট করবেন না। সে অধিকার আপনাদের নেই। আপনারা ছাত্ররাজনীতি করে দলের সুনাম কুড়াবেন, নিজের সুনাম কুড়াবেন, নিজে রাজনীতিতে প্রতিষ্ঠিত হবেন। দুর্নাম নিজেরও কুড়াবেন না, দলেরও না। মাসলম্যান হবেন না। লাঠি হাতে নেবেন, চেয়ার হাতে নেবেন দলের জন্য। ব্যক্তির জন্য লাঠিয়াল হবেন না, দলের জন্য লাঠিয়াল হবেন।’

Nasar-(3).jpg

নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, ভালো হওয়ার চেষ্টা করেন। দলের কাজ করুন। একদিন আমার মতো এমপি হতে পারবেন। এমপি হয়ে দেশের কাজ করবেন। নেতা এক জিনিস আর মাসলম্যান হওয়া আরেক জিনিস। মারামারির মতো কোনো ঘটনা ভবিষ্যতে ঘটলে আওয়ামী পরিবার ছাত্রলীগের কর্মসূচিতে আসবে না বলেও হুঁশিয়ারি দেন সংসদ সদস্য।

বিশেষ অতিথির বক্তব্যে পৌর মেয়র মো. ফজলুর রহমান বলেন, ‘প্রতিহিংসা না করে প্রতিযোগিতা করুন। যার ভাগ্যে যা আছে তাই ঘটবে। প্রতিহিংসা বাদ দিয়ে সংগঠনের প্রতি খেয়াল করুন। নিজের কর্মের প্রতি মনোযোগী হোন। আগে সংগঠনের ভালো কর্মী হওয়ার চেষ্টা করুন। কোনো ভাইয়ের নামে স্লোগান দিয়ে আর ফেসবুকে লিখে নেতা হতে পারবেন না। নেতা হতে হলে সৎ কর্মী হতে হবে, মেধাবী কর্মী হতে হবে। দেশ ও স্বাধীনতা সম্পর্কে জানতে হবে।’

পরে আলোচনা সভা শেষে অতিথিদেরকে সম্মাননা স্মারক তুলে দেন ছাত্রলীগের নেতৃবৃন্দরা।

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।