মিথ্যা ধর্ষণ মামলায় বাদিনির ৭ বছরের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৬:৪৩ পিএম, ০৫ জানুয়ারি ২০২১

জয়পুরহাটে ধর্ষণের মিথ্যা মামলা করার দায়ে নন্দ রাণী মালী (৩৫) নামের এক বাদিনিকে সাত বছরের কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। অনাদায়ে আরও পাঁচ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপুরে জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক জেলা জজ মো. রোস্তম আলী এই রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের সরকারি বিশেষ কৌঁসুলি ফিরোজা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত নন্দ রাণী মালী জয়পুরহাটের কালাই উপজেলার বিয়ালা গ্রামের জিতেন চন্দ্র মালীর মেয়ে।

আদালত সূত্রে জানা যায়, জয়পুরহাটের কালাই উপজেলার বিয়ালা গ্রামের বাদিনি নন্দ রাণী মালী গত ২০১৪ সালের ২১ এপ্রিল রাতে ধর্ষণের অভিযোগ এনে একই গ্রামের আবুল হায়াতের বিরুদ্ধে ২২ এপ্রিল কালাই থানায় ধর্ষণ মামলা করেন। মামলার পর পুলিশ তদন্ত করে ঘটনাটি মিথ্যা বলে আদালতে তদন্ত রিপোর্ট দেয়। এতে বাদিনি নারাজি দিলে আদালত তা আমলে নেন।

jagonews24

মঙ্গলবার বাদিনি আদালতে উপস্থিত হয়ে মামলাটি মিথ্যা বলে সাক্ষ্য দেন। পরে মিথ্যা ধর্ষণ মামলা করার দায়ে আদালত এই আদেশ দেন।

আদালতের নির্দেশে বাদিনিকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। আর আসামিকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের সরকারি বিশেষ কৌঁসুলি ফিরোজা চৌধুরী। আর আসামিপক্ষের কৌঁসুলি ছিলেন কাজী রাব্বিউল হাসান মোনেম।

রাশেদুজ্জামান/এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।