হলফনামায় এইচএসসি তবে সনদ দিতে অজুহাত
তৃতীয় ধাপে মৌলভীবাজার পৌরসভার নির্বাচন আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচনে মেয়র পদে তিন প্রার্থীসহ কাউন্সিলর পদে ৩১ এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনে দ্বিতীয়বারের মতো মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ সমর্থিত বর্তমান মেয়র মো. ফজলুর রহমান।
হলফনামা মো. ফজলুর রহমান এইচএসসি পাস উল্লেখ করলেও সনদ জমা দেননি। হলফনামায় এইচএসসি পাসের সনদপত্র হারিয়েছে উল্লেখ করে এ মর্মে মৌলভীবাজার মডেল থানায় জিডির কপি জমা দিয়েছেন। ২০১৫ সালের নির্বাচনেও তিনি সনদ জমা দেনননি। তখনও একই অজুহাত দেখিয়েছিলেন।
অপরদিকে, বিএনপি মনোনীত প্রার্থী মো. অলিউর রহমানও দ্বিতীয়বারের মতো এ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। হলফনমায় তিনি অষ্টম শ্রেণি পাসের সনদপত্র জমা দিয়েছেন। তবে আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পাওয়া বিদ্রোহী প্রার্থী সাইফুর রহমান বাবুল বি.কম পাসের সনদপত্র জমা দিয়েছেন।
এদিকে আওয়ামী লীগ প্রার্থী তার বাৎসরিক আয় দেখিয়েছেন এক কোটি ১৩ লাখ ৩৩২৭ টাকা। ব্যাংক ঋণ রয়েছে ৪৩ লক্ষ ৭২ হাজার ৩৮২ টাকা।
বিএনপি প্রার্থী বাৎসরিক আয় দেখিয়েছেন সাত লাখ ৮৩ হাজার টাকা। তবে কোনো ব্যাংক ঋণ নেই বলে হলফনামায় উল্লেখ করেছন।
এছাড়া আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাইফুর রহমান বাবুল বাৎসরিক আয় দেখিয়েছেন এক লাখ টাকা।
আশরাফ আলী/এএইচ/এমকেএইচ