নিখোঁজের পরদিন খালে মিলল বৃদ্ধের লাশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৮:১২ পিএম, ০৫ জানুয়ারি ২০২১
ফাইল ছবি

ভোলায় নিখোঁজের একদিন পর মো. হানিফ ব‌্যাপারী (৬০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত বৃদ্ধ ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

মঙ্গলবার (৫ জানুয়ার) বিকেলে উপজেলার টবগী ইউনিয়নের ৬ নম্বর ওয়‌ার্ডের আবুল মিয়া বাজার এলাকার একটি খাল থেকে এই লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরের দিকে স্থানীয়রা ওই এলাকার খালে লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়। উদ্ধারের পর নিহতের মেয়ে রানু বেগম লাশ সনাক্ত করেন।

নিহতের মেয়ে রানু বেগম জানান, তার বাবা সোমবার (৪ জানুয়ারি) সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। তারপর অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধ‌্যান পাওয়া যায়নি।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল আমিন ঘটনার সত‌্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন‌্য ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত ব‌্যক্তি ভবঘুড়ে ছিলেন।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত‌্যুর কারণ জানা যাবে।

জুয়েল সাহা বিকাশ/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।