আরজিনাকে মা-বাবার কোলে ফিরিয়ে দিল পুলিশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৮:৫৮ পিএম, ০৬ জানুয়ারি ২০২১

নাটোরের বাগাতিপাড়ায় পুলিশ প্রশাসন ও সমাজসেবা অধিদফতরের সহযোগিতায় পরিচয় বলতে না পারা আরজিনা খাতুন (১২) নামে কুড়িয়ে পাওয়া এক শিশু ফিরে পেয়েছে তার পরিবারকে।

নিখোঁজের একদিন পর বুধবার (৬ জানুয়ারি) বিকেলে থানা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বাবার কাছে শিশুটিকে হস্তান্তর করা হয়। শিশু আরজিনা নাটোর সদরের তেবাড়িয়ার সিংগারদহ পূর্বপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক ও লাভলী খাতুনের কন্যা। তাদের স্থায়ী ঠিকানা বগুড়া জেলার সদর উপজেলার পীরগাছা গ্রামে।

বাগাতিপাড়া থানার ওসি নাজমুল হক জানান, মায়ের বকুনি খেয়ে রাগ করে মঙ্গলবার (৫ জানুয়ারি) বিকেল ৫টার দিকে বাড়ি থেকে বেরিয়ে যায় শিশুটি। এরপর রেললাইন ধরে হাঁটতে হাঁটতে রাত ৮টার দিকে বাগাতিপাড়া উপজেলার ঠেঙ্গামারা এলাকায় পৌঁছে। সেখানে রেলের ধারে স্থানীয়রা শিশুটিকে কুড়িয়ে পায়।

খবর পেয়ে সেখান থেকে পুলিশ শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরিচয় বলতে না পারায় পরদিন বুধবার সকালে তাকে উপজেলা সমাজসেবা কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়। এছাড়া শিশুটির পাওয়ার খবর বিভিন্ন থানায় জানিয়ে দেয় পুলিশ। পরে দুপুরে শিশুটির বাবা নাটোর থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে মেয়ের সন্ধান পান তিনি।

সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম জানান, থানা থেকে পেয়ে শিশুটিকে রাজশাহীর বায়ায় সেফ হোমে পাঠানোর ব্যবস্থা নেয়ার পূর্ব মুহূর্তে দুপুর সোয়া ২টার দিকে শিশুটির পরিবারের খোঁজ পাওয়া যায়। পরে সংশ্লিষ্ট উপজেলা সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে পরিচয় নিশ্চিত হওয়ার পর ইউএনও প্রিয়াঙ্কা দেবীর মাধ্যমে বিকেল সাড়ে ৩টায় শিশুটিকে তার বাবার কাছে হস্তান্তর করা হয়।

ইউএনও প্রিয়াঙ্কা দেবী পাল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

রেজাউল করিম রেজা/এআরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।