মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি : মৌলভীবাজারে চার প্রতিষ্ঠানকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৯:৪৭ পিএম, ০৬ জানুয়ারি ২০২১

মৌলভীবাজারে মেয়াদোত্তীর্ণ, নকল, অনুমোদনহীন ও মেয়াদকাল পরিবর্তিত পণ্য বিক্রির দায়ে চার প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৬ জানুয়ারি) বিকেলে মৌলভীবাজার শহরে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান, মো. আরিফুল ইসলাম ও মো. রফিকুল ইসলাম।

অভিযানে হাটবাজার সুপার শপকে ৫০ হাজার টাকা, শাহ মোস্তফা রসগোল্লা হাউজকে ২৫ হাজার টাকা, ঐতিহ্যের স্বাদ মিষ্টিঘরকে ৫ হাজার টাকা ও অপর একটি প্রতিষ্ঠানকে আরও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মৌলভীবাজার জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম অভিযান ও জরিমানা আদায়ের সত্যতা নিশ্চিত করেছেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আশরাফ আলী/এএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।