কন্যাশিশু জন্ম নিলেই পৌঁছে যাবে পুলিশের উপহার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ১০:১৬ এএম, ০৮ জানুয়ারি ২০২১

কন্যা সন্তান জন্ম নিলেই বাড়িতে পুলিশের উপহার পৌঁছে দেয়ার ঘোষণা দিয়েছে চুয়াডাঙ্গা জেলা পুলিশ।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে ফেসবুক পেজে দেয়া পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হয়েছে।

মেয়েদের প্রতি যত্নবান হওয়ার জন্যই পুলিশ এ উদ্যোগ গ্রহণ করেছে। সন্তান জন্ম নেয়ার পর ফোন করলেই সঙ্গে সঙ্গে পুলিশ বাড়িতে পৌঁছে দেবে উপহার। চুয়াডাঙ্গা জেলা পুলিশের ব্যতিক্রমী এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে চুয়াডাঙ্গার সকল মানুষ।

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা জেলা পুলিশের ফেসবুক পেজ থেকে একটি স্ট্যাটাসে বলা হয়- ‘কন্যা সন্তান বোঝা নয়, আশীর্বাদ। কন্যাসন্তান আল্লাহ্ তা’আলার শ্রেষ্ঠ পুরস্কার। কন্যাসন্তানের জন্ম হলে ফোন করুন, উপহার পৌঁছে যাবে সঙ্গে সঙ্গে।’

পুলিশকে কন্যাসন্তান জন্মানোর খবর জানানোর জন্য পুলিশ কন্ট্রোল রুমের ফোন নম্বর (০১৩২০-১৪৯০৯৮) দেয়া হয়েছে।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, কন্যাসন্তানকে সমাজে সঠিকভাবে মূল্যায়ন করা হয় না। সম্প্রতি একটি খবরে দেখলাম কন্যাসন্তান জন্ম দেয়ায় হাসপাতালের বেডে থাকা অবস্থায় স্ত্রীকে ডির্ভোস দেয় স্বামী।

খবরটি দেখে মনে হলো মানুষের মাঝে এখনো ভ্রান্ত ধারণা বা অসচেতনতা রয়ে গেছে। মানুষের মধ্যে সচেতনা বাড়াতেই আমাদের এই প্রচেষ্টা।

তিনি আরো জানান, কন্যাসন্তান জন্ম নেয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে জেলা পুলিশের পক্ষ থেকে নবজাতকের পোশাকসহ উপহারসামগ্রী পাঠানো হবে।

সালাউদ্দীন কাজল/এসএমএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।