বাবা-ভাইয়ের পর একইভাবে যুবককে কুপিয়ে হত্যা

ফাইল ছবি
ঝালকাঠির কাঁঠালিয়ার বলতলা ছয়ঘর গ্রামে শনিবার রাতে রুবেল খান (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ৭ বছর আগে তার বাবা আব্দুল বারেক খান এবং তিন বছর আগে বড় ভাই রাসেল খানকেও একইভাবে খুন করা হয়।
শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
কাঁঠালিয়া থানার ওসি পুলক চন্দ্র রায় বলেন, হত্যার কারণ এখনও জানা যায়নি এবং এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
আতিকুর রহমান/এফএ/এমএস