প্রতিদ্বন্দ্বীর কর্মীকে শ্লীলতাহানির চেষ্টা কাউন্সিলর প্রার্থীর

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ১০ জানুয়ারি ২০২১

মোংলা পোর্ট পৌরসভার নির্বাচনে ২ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী শরিফুল ইসলামের উটপাখি প্রতীকের নারীকর্মীকে শ্লীলতাহানি চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। প্রার্থীর প্রতিদ্বন্দ্বী জলিল শিকদার ওরফে টাইগার জলিলের বিরুদ্ধে এ অভিযোগ করা হয়েছে।

কাউন্সিলর প্রার্থী এইচ এম শরিফুল ইসলাম তাকে অভিযুক্ত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা নির্বাচন অফিসার এবং মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

লিখিত অভিযোগে আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী এইচ এম শরিফুল ইসলাম জানান, নির্বাচনী প্রচারণা চলাকালে গত ৯ জানুয়ারি দুপুর ১২টার সময় মোংলার ৭ নম্বর কলেজ রোডে নারীকর্মী লোটাস বেগমের নেকাব খুলে নেয়ার চেষ্টা করেন প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থী আব্দুল জলিল শিকদার ওরফে টাইগার জলিল। প্রত্যক্ষদর্শী লিলি বেগম এবং নাসিমা বেগম জলিল শিকদারের বিরুদ্ধে আনীত শ্লীলতাহানির অভিযোগের সত্যতা স্বীকার করেছেন।

রোববার (১০ জানুয়ারি) দুপুর ১২টায় মোংলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে কাউন্সিলর প্রার্থী এইচ এম শরিফুল ইসলাম বলেন, জলিল শিকদার একজন ভয়ঙ্কর সন্ত্রাসী। তিনি বৈধ অস্ত্র ব্যবহার করে নিরীহ ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছেন। দিনে-দুপুরে নারীকর্মীর শ্লীলতাহানির অভিযোগে জলিল শিকদার ওরফে টাইগার জলিলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এ বিষয়ে জানতে চাইলে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্রেট তদন্ত করছেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার রাজবংশী বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়েছি। কিন্তু অভিযুক্ত জলিল শিকদার ওরফে টাইগার জলিলকে পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে, যাতে করে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

এরশাদ হোসেন রনি/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।