নবীনগর প্রেস ক্লাবের সভাপতি মনির, সম্পাদক সোরাফ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কর্মরত সাংবাদিকদের সংগঠন নবীনগর প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকাল ১০টা-দুপুর ১টা পর্যন্ত কার্যনির্বাহী কমিটির ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়।
ভোটে দুই বছরের জন্য নবীনগর প্রেস ক্লাবের সভাপতি পদে দৈনিক নয়াদিগন্ত পত্রিকার প্রতিনিধি জালালউদ্দিন মনির ও সাধারণ সম্পাদক পদে মোহনা টেলিভিশনের প্রতিনিধি সাইদুল আলম সোরাফ নির্বাচিত হয়েছেন।
প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির জ্যেষ্ঠ সহ-সভাপতি পদে তাজুল ইসলাম চৌধুরী (দৈনিক বাংলাদেশের আলো), সহ-সাধারণ সম্পাদক পদে গোলাম মোস্তফা (দৈনিক যায়যায়দিন) এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মশিউর রহমান (আনন্দ টিভি)।
আজিজুল সঞ্চয়/এসএমএম/জেআইএম