ডকুমেন্টে ঘষাঘষি করে ফাঁসছেন মামলার বাদী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৮:৫৯ এএম, ১৫ জানুয়ারি ২০২১
ফাইল ছবি

মূল ডকুমেন্টপত্রে ঘষাঘষি করে জমির তফসীল পরিবর্তন করে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আদালতে মামলা (নং-৭১/১৬) দায়ের করেন ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া গ্রামের নজর আলী হাওলাদার। বৃহস্পতিবার আদালতের ধার্য তারিখে মামলার বিষয়টি বিবাদী পক্ষের আইনজীবী ডকুমেন্ট চ্যালেঞ্জ করলে বিচারক মো. শিহাবুল ইসলাম খারিজ করে দেন। সেইসঙ্গে বাদীর বিরুদ্ধে ফৌজদারী কার্যবিধি আইনে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেন।

বিবাদী পক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী অ্যাডভোকেট মোফাজ্জেল হোসেন ও অ্যাডভোকেট খান হাফিজুর রহমান বাবু বিষয়টি নিশ্চিত করেন।

বাদী পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট জহুরুল হক খোকন।

বিবাদী পক্ষের অ্যাডভোকেট খান হাফিজুর রহমান বাবু জানান, মো. নজর আলী বাদী হয়ে ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া মৌজার এসএ ২৩৮নং খতিয়ানের ১৫৬নং দাগের বিএস ১৩২নং খতিয়ানের ১৩২নং দাগের ৪ শতাংশ সম্পত্তির মালিকানা দাবি করে রেকর্ড সংশোধনের জন্য ল্যান্ডসার্ভে ট্রাইব্যুনাল আদালতে ৩৩ জনকে বিবাদী করে মামলা দায়ের করেন।

মামলায় সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষে যুক্তিতর্কে পূর্বের ডকুমেন্টে ঘষাঘষি করে কারসাজির বিষয়টি বাদীকে জিজ্ঞাসা করলে বাদী শক্তভাবে ডকুমেন্ট সত্য বলে স্বীকার করেন। কিন্তু আদালতে বিবাদী পক্ষের দেয়া সহি মোহরকৃত ডকুমেন্ট ও বিচারকের সংগৃহিত ডকুমেন্ট যাচাই করলে জালিয়াতির বিষয়টি ধরা পড়ে।

যুক্তিতর্ক শেষে আদেশের জন্য ধার্য তারিখে আদালতকে হয়রানি ও জালিয়াতি করার অভিযোগে বিচারক নিজেই বাদী হয়ে মিথ্যা মামলা দায়েরকারী বাদী নজর আলীর বিরুদ্ধে ফৌজদারী কার্যবিধি আইনে ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান আইনজীবী মোফাজ্জেল হোসেন ও খান হাফিজুর রহমান বাবু।

আতিকুর রহমান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।