উষ্ণতার পরশ পেল শীতার্তরা

ব্রাহ্মণবাড়িয়ায় উষ্ণতার পরশ নিয়ে অসহায় শীতার্তদের পাশে দাঁড়িয়েছে 'এপি গ্রুপ' নামের একটি সংগঠন। ফেসবুকভিত্তিক এ সংগঠনের সদস্যরা নিজেদের অর্থায়নে শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে।
শুক্রবার (১৫ জানুয়ারি) রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কাজীপাড়া এলাকার কাজী মাহমুদ শাহ্ (র.) মাজার প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা।
এপি গ্রুপের উপদেষ্টা ও সাংবাদিক আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. লোকমান হোসেন, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ শাহজাহান ও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি হাসান সারোয়ার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শীতার্তদের পাশে দাঁড়ানো সবার নৈতিক ও মানবিক দায়িত্ব। এপি গ্রুপের সদস্যরা সে দায়িত্ব পালন করেছেন। সমাজের প্রতিটি মানুষের উচিত সাধ্যমতো অসহায় মানুষদের পাশে দাঁড়ানো। সবার প্রচেষ্টাতেই বাংলাদেশ একদিন সমৃদ্ধশালী দেশ হিসেবে সারাবিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে।
পরে আলোচনা সভা শেষে অতিথিরা অসহায় শীতার্তদের হাতে কম্বল তুলে দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি ফরহাদুল ইসলাম পারভেজ।
আজিজুল সঞ্চয়/এসএমএম/এমকেএইচ