নাটোরে ৩ পৌরসভায় আ.লীগের বিজয়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ১১:৪৫ পিএম, ১৬ জানুয়ারি ২০২১

নাটোরের নলডাংগা, গোপালপুর ও গুরুদাসপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছেন। শনিবার (১৬ জানুয়ারি) ভোটগ্রহণ শেষে বেসরকারিভাবে তাদের নির্বাচিত ঘোষণা করা হয়।

নলডাংগা পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী মনিরুজ্জামান মনির নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্বাস আলী নান্নু পেয়েছেন ১ হাজার ৮০৯ ভোট।

গোপালপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী রুখসানা মোর্তজা লিলি ৬ হাজার ৫৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মঞ্জুরুল ইসলাম বিমল পেয়েছেন ৫ হাজার ১৩৫ ভোট।

গুরুদাসপুর পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী শাহনেওয়াজ আলী মোল্লা ৭ হাজার ৫৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী ৪ হাজার ৪৬৫ ভোট পেয়েছেন।

এসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।