নাগেশ্বরীতে সবাইকে ডুবিয়ে বিদ্রোহী প্রার্থীর জয়

কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ হোসেন ফাকু নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১১ হাজার ৯৭৪ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মো. আব্দুর রহমান পেয়েছেন ৯ হাজার ৩০৭ ভোট।
এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. রফিকুল ইসলামের হাতপাখা প্রতীক পেয়েছে ৬ হাজার ৮৭১ ভোট, আওয়ামী লীগ প্রার্থী ফরহাদ হোসেন ধলু সওদাগরের নৌকা প্রতীক পেয়েছে ৫ হাজার ৭২৬ এবং বিএনপির ধানের শীষ প্রতীকের শহিদুল ইসলাম পেয়েছেন ৮০৯ ভোট।
এ পৌরসভায় নয়টি ওয়ার্ডে কেন্দ্রের সংখ্যা ছিল ২২টি, ভোট গ্রহণের কক্ষের সংখ্যা ১৪৬টি। এখানে মেয়র পদে ৫ জন, কাউন্সিলর পদে ৪৩ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার সংখ্যা ছিল ৪৬ হাজার ৮৫৮ জন।
এফএ/এমকেএইচ