আখাউড়ায় ৫৭ প্রার্থীর মনোনয়নপত্র জমা
আসন্ন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মোট ৫৭ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রোববার উৎসবমুখর পরিবেশে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।
এর মধ্যে মেয়র প্রার্থী রয়েছেন ছয়জন। এরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র তাকজিল খলিফা কাজল, বিএনপির প্রার্থী জয়নাল আবেদীন আব্দু, স্বতন্ত্র প্রার্থ নুরুল হক ভূইয়া, মোহাম্মদ আলী ভূইয়া, মোবারক হোসেন রতন ও শফিকুল ইসলাম।
ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচনী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান জানান, ছয় মেয়র প্রার্থী ছাড়াও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ ও সাধারণ কাউন্সিলর পদে ৪১ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করে। ১৯ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ২৭ জানুয়ারি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে।
উল্লেখ্য, আগামী ১৪ ফেব্রুয়ারি আখাউড়া পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ হবে। পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯১০। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ২৩১ ও নারী ১৪ হাজার ৬৭৯।
আজিজুল সঞ্চয়/জেএইচ/এমএস