হেরে যাওয়ার পর কান ধরে পুকুরে ডুব দিয়ে আর ভোট না করার প্রতিজ্ঞা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০২:৫১ পিএম, ১৮ জানুয়ারি ২০২১

মেহেরপুরের গাংনী পৌরসভা নির্বাচনে পরাজিত হয়ে পুকুরে কান ধরে ডুব দিয়ে নির্বাচন না করার প্রতিজ্ঞা করেছেন কাউন্সিলর প্রার্থী মকলেছুর রহমান।

রোববার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় তিনি ওয়ার্ডের লোকজনকে ডেকে পুকুরে নেমে কান ধরে ডুব দিয়ে ভবিষ্যতে আর নির্বাচনে না করার প্রতিজ্ঞা করেন।

মকলেছুর রহমান জানান, দ্বিতীয় ধাপে পৌরসভা নির্বাচনে ৪নং ওয়ার্ডের লোকজন তাকে নির্বাচনে অংশ নেয়ার জন্য বলেন। যারা নির্বাচনে দাঁড়াতে উৎসাহ দিয়েছিলেন তারাই তাকে ভোট দেননি। এ কারণে তিনি আর কোনদিন নির্বাচনে অংশ নেবেন না বলে জানান।

উল্লেখ্য, শনিবার (১৬ জানুয়ারি) গাংনী পৌরসভার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মেয়র পদে পাঁচ ও কাউন্সিলর পদে ৪০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে নির্বাচনে মোকলেছুর পান মাত্র ১২৫ ভোট।

আসিফ ইকবাল/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।