জমি নিয়ে বিরোধে কিশোর ভাতিজাকে খুন করলেন চাচা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ১০:৫৪ এএম, ১৯ জানুয়ারি ২০২১
প্রতীকী ছবি

বগুড়ার শিবগঞ্জে জমিজমা নিয়ে দ্বন্দ্বের জেরে আপন চাচার হাতে খুন হয়েছে কিশোর ভাতিজা। এ ঘটনায় সোমবার রাতে থানায় মামলা দায়ের হয়েছে।

গত শুক্রবার (০৮ জানুয়ারি) বিকেলে উপজেলার দেউলী ইউপির কৃষ্ণপুর (মধুপুর) গ্রামে চাচা সাইফুলের হাতে মারপিটের শিকার হয় ভাতিজা মাহতাব আলী (১৪)। পরে আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সোমবার (১৮ জানুয়ারি) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মাহতাব আলী (১৬) ওই এলাকার জিয়াউল হকের ছেলে ও স্থানীয় রহবল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

এ ব্যাপারে নিহতের আরেক চাচা দুলা ফকির বলেন, আমার ছোট ভাই সাইফুল আমাকেও মেরে ফেলবে বলে হুমকি ধামকি দিচ্ছে। তার দখলকৃত ৪ শতক জমির কাগজপত্র দেখতে চাওয়ায় আমার ভাতিজাকে মারপিট করে হত্যা করে সাইফুল ও তার লোকজন।

শিবগঞ্জ থানার ওসি এস এম বদিউজ্জামান বলেন, পরিবারের লোকজন এসে মামলার দায়ের করেছে।

এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।