পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রীকে হত্যা, ১৩ বছর পর স্বামীর ফাঁসি
কুড়িগ্রামে পরকীয়ার জেরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ মো. আব্দুল মান্নান এ রায় দেন।
মামলার বিবরণে জানা যায়, ভাবির সঙ্গে পরকীয়ায় বাধা দেয়ায় ২০০৭ সালের ২ ডিসেম্বর বকুল ও তার পরিবারের লোকজন মিলে শাহিনাকে হত্যা করে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখে।
এ ঘটনার দেড় মাস পর ময়নাতদন্তের রিপোর্ট পেয়ে ২০০৮ সালের ১৬ জানুয়ারি নিহত শাহিনার বাবা শামসুল হক রাজিবপুর থানায় বকুল ও তার ভাবি নুরুন্নাহারকে আসামি করে হত্যা মামলা করেন।
প্রায় ১৩ বছর শুনানির পর আদালত বকুলকে মৃত্যুদণ্ড ও নুরুন্নাহারকে খালাস দেন।
সরকার পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্রাহাম লিংকন বলেন, 'এ দণ্ডাদেশে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। যদিও বিলম্ব হয়েছে। কিন্তু ন্যায়বিচার নিশ্চিত হয়েছে। আমরা মনে করি এটি সমাজে প্রতিক্রিয়া তৈরি করবে। অপরাধীরা নিজেকে এ ধরনের ঘটনায় যুক্ত করবে না বলে বিশ্বাস করি।’
মাসুদ রানা/এসএমএম/জিকেএস