পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রীকে হত্যা, ১৩ বছর পর স্বামীর ফাঁসি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৫:৪৯ পিএম, ১৯ জানুয়ারি ২০২১

কুড়িগ্রামে পরকীয়ার জেরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ মো. আব্দুল মান্নান এ রায় দেন।

jagonews24

মামলার বিবরণে জানা যায়, ভাবির সঙ্গে পরকীয়ায় বাধা দেয়ায় ২০০৭ সালের ২ ডিসেম্বর বকুল ও তার পরিবারের লোকজন মিলে শাহিনাকে হত্যা করে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখে।

এ ঘটনার দেড় মাস পর ময়নাতদন্তের রিপোর্ট পেয়ে ২০০৮ সালের ১৬ জানুয়ারি নিহত শাহিনার বাবা শামসুল হক রাজিবপুর থানায় বকুল ও তার ভাবি নুরুন্নাহারকে আসামি করে হত্যা মামলা করেন।

jagonews24

প্রায় ১৩ বছর শুনানির পর আদালত বকুলকে মৃত্যুদণ্ড ও নুরুন্নাহারকে খালাস দেন।

jagonews24

সরকার পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্রাহাম লিংকন বলেন, 'এ দণ্ডাদেশে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। যদিও বিলম্ব হয়েছে। কিন্তু ন্যায়বিচার নিশ্চিত হয়েছে। আমরা মনে করি এটি সমাজে প্রতিক্রিয়া তৈরি করবে। অপরাধীরা নিজেকে এ ধরনের ঘটনায় যুক্ত করবে না বলে বিশ্বাস করি।’

মাসুদ রানা/এসএমএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।