বসুরহাটে নিক্সন চৌধুরীর বিরুদ্ধে বিক্ষোভ, কুশপুতুল দাহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৬:৫৯ পিএম, ১৯ জানুয়ারি ২০২১

নোয়াখালীকে নিয়ে বিদ্রুপ মন্তব্য করায় ও বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা সম্পর্কে অশোভন কথা বলায় ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও কুশপুতুল দাহ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) বিকালে বিক্ষোভ মিছিলটি বসুরহাট পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিনেমা হল গলিতে এসে শেষ হয়।

এ সময় বক্তারা নোয়াখালীকে নিয়ে খারাপ মন্তব্য করায় নিক্সন চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান এবং শিগগিরই নিক্সন চৌধুরীকে নোয়াখালীর মানুষের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। বিক্ষোভ মিছিলে কোম্পানিগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।

মিজানুর রহমান/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।