সুবিধা দেখে রোহিঙ্গারা ভাসানচরে আসবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গারা এতোদিন ভুল বুঝেছিল যে, এখানে তাদের নানা অসুবিধা হবে। ভাসানচরের সুযোগ-সুবিধা ও নিরাপত্তা দেখে ভবিষ্যতে রোহিঙ্গারা দলে দলে এখানে আসবে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুরে নোয়াখালীর হাতিয়ার ভাসানচর থানা উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।
এ সময় নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আয়েশা ফেরদৌস, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মো. মোস্তফা কামালউদ্দিন, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগের সচিব মো. শহিদুজ্জামান, নোয়াখালী জেলা প্রশাসক খোরশেদ আলম খান, নোয়াখালী জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ভাসানচরে বসবাসরত রোহিঙ্গাদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলাসহ সামগ্রিক বিষয় সংক্ষেপে অতিথিদের অবহিত করেন নোয়াখালী জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন।
উল্লেখ্য, ভাসানচরে এক লাখ রোহিঙ্গা স্থানান্তরের পরিকল্পনায় তাদের নিরাপত্তা বিধানের জন্য এ থানার প্রয়োজন দেখা দেয়। ২০১৯ সালের ডিসেম্বরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তাব পাঠানোর পরে ২৪টি পদ সৃষ্টির মাধ্যমে থানাটি অনুমোদন পায়।
মিজানুর রহমান/এএইচ/জিকেএস