চৌমুহনীতে আ.লীগ প্রার্থীর ইশতেহার ঘোষণা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০১:৩৭ এএম, ২১ জানুয়ারি ২০২১

নোয়াখালীর চৌমুহনী পৌরসভা নির্বাচনে ইশতেহার ঘোষণা করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আক্তার হোসেন ফয়সল।

বুধবার (২০ জানুয়ারি) চৌমুহনী গণমিলনায়তনে একটি অনুষ্ঠানে ১৭ দফা সম্বলিত নির্বাচনী ইশতেহার তুলে ধরেন এ বর্তমান মেয়র।

এ সময় নোয়াখালী জেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, বীরমুক্তিযোদ্ধা ও চৌমুহনী পৌরসভার সাবেক কমিশনার আদুল মান্নান, বেগমগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহনাজ বেগম, ভাইস চেয়ারম্যান নুর হোসেন মাসুদ ও তার নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক বিনয় কিশোর রায়সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইশতেহারে আক্তরর হোসেন ফয়সল বলেন, গত দুই মেয়াদে তিনি মেয়র হিসেবে চৌমুহনী পৌরসভার অবকাঠামোসহ ব্যাপক উন্নয়ন কাজ করেছেন। এবার নির্বাচিত হলে অসমাপ্ত কাজ শেষ করার অঙ্গীকার করেন তিনি।

এছাড়া চৌমুহনী পৌরসভাকে পরিচ্ছন্ন ও আধুনিক করে গড়ে তোলার অঙ্গীকার করেন আক্তার হোসেন ফয়সল।

মিজানুর রহমান/এসজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।