তিন বন্ধু মিলে জানাজায় যাওয়ার পথে প্রাণ গেল একজনের

চাঁদপুরের কচুয়ায় মোটরসাইকেল ও ট্রাকের মুখামুখি সংঘর্ষে কামরুল হাসান সবুজ (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। হাজীগঞ্জ-গৌরীপুর-কচুয়া সড়কের ডুমুরিয়া নিলামপাড়া এলাকায় সোমবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরো দুইজন।
দুর্ঘটনায় আহত দুজন হলেন আরিফ হোসেন (২৫) ও ইব্রাহীম হোসেন (১৯)।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, আহত ইব্রাহীম হোসেন তার দুই বন্ধু কামরুল ও আরিফ হোসেনকে নিয়ে মোটরসাইকেলে করে তার নানার বাড়ি কচুয়ার তুলাতলী গ্রামে জানাজায় যায়। জানাজা শেষে হাজীগঞ্জের উদ্দেশ্যে তারা রওনা হয়। পথিমধ্যে নিলামপাড়া এলাকায় আসলে গৌরীপুরগামী একটি মালবাহী ট্রাকের সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক কামরুল ইসলাম সবুজকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপর দুই আরোহী আরিফ হোসেন ও ইব্রাহীমকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎকার জন্য ঢাকা পাঠানো হয়েছে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দীন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নজরুল ইসলাম আতিক/এমএইচআর