দিনাজপুর কারাগারে হাজতীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০২:৩০ পিএম, ২৭ জানুয়ারি ২০২১
ফাইল ছবি

দিনাজপুর জেলা কারাগারে মো. হেলাল (৪৮) নামে এক হাজতীর মৃত্যু হয়েছে। বুধবার ভোর পৌনে ৬টায় দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত মো. হেলাল জেলার বিরল উপজেলার বিষ্ণুপুর গ্রামের শুকু মোহাম্মদের ছেলে। তিনি ১৫ জানুয়ারি থেকে দিনাজপুর জেলা কারাগারে আটক ছিলেন।

দিনাজপুরের জেল সুপার মোকাম্মেল হোসেন জানান, ভোরে ফজরের নামাজ শেষে তিনি অসুস্থ হয়ে পড়েন। ভোর পৌনে ৬টায় দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এমদাদুল হক মিলন/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।