নোয়াখালীর কিছু বিশৃঙ্খল ঘটনায় আমরা লজ্জিত : কাদের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৯:৪৩ পিএম, ২৮ জানুয়ারি ২০২১

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘নোয়াখালীর কিছু বিশৃঙ্খল ঘটনায় আমরা লজ্জিত। দল করলে শৃঙ্খলা মানতে হবে, বিশৃঙ্খল ও খারাপ আচরণ সকল উন্নয়নকে ম্লান করে দেয়। এজন্য দলে শৃঙ্খলা ফেরাতে হবে।’

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুরে সড়ক বিভাগের উদ্যোগে ৫১৮ কোটি টাকা ব্যয়ে তিনটি প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের ঢাকার বাসভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন।

বৃহত্তর নোয়াখালীর নেতাকর্মীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, ‘নোয়াখালীর রাজনীতিকে সুনামের ধারায় ফিরিয়ে আনতে হবে। নেতাকর্মীদের সততার পতাকা হাতে সুনাম ফিরিয়ে আনতে হবে। অন্যায়, অপকর্ম ও বিশৃঙ্খলাকারীদের কোনো ছাড় দেয়া হবে না। তাদের (বিশৃঙ্খলাকারীরা) দলে থাকারও প্রয়োজন নেই। অপকর্মকারী যেই হোক, তার বিরুদ্ধে স্থানীয় প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে।

jagonews24

লক্ষ্মীপুর সড়ক ও জনপদ বিভাগের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল, জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোছাইন আকন্দ, জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, কুমিল্লা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ শওকত আলী, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন ও পৌরসভার মেয়র আবু তাহের প্রমূখ। ঢাকা থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন সড়ক ও পরিবহন বিভাগের প্রধান প্রকৗশলী আব্দুস সবুর।

কাজল কায়েস/এএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।