পাবনায় আ’লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ১২:৩৬ এএম, ২৯ জানুয়ারি ২০২১

পাবনায় পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও স্বতন্ত্র মেয়র প্রার্থীর (আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী) সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

পৌর নির্বাচনের প্রচারণার শেষ দিন বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাতে শহরের স্বাধীনতা চত্বরে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামালের জনসভা শেষে এ সংঘর্ষ শুরু হয়। এ সময় স্বতন্ত্র প্রার্থীর কয়েকটি নির্বাচনী কার্যালয় ভাঙচুর করে নৌকার প্রার্থীর সমর্থকরা।

jagonews24

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে শহরের স্বাধীনতা চত্বরে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল জনসভা করেন। জনসভা শেষে ফেরার পথে শালগাড়িয়ায় কয়েকটি নির্বাচনী অফিস ভাঙচুর করে নৌকার প্রার্থীর সমর্থকরা। এ সময় স্বতন্ত্র প্রার্থীর লোকজন বাধা দিলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষে পাবনা শহরের বিভিন্ন জায়গায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। খুব দ্রুত শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোকান-পাট দ্রুত বন্ধ হয়ে যায়। স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা শালগাড়িয়া গোডাউন মোড়, হাসপাতাল রোডের, বাইপাস এলাকা ও সরদার পাড়ায় ভাঙচুর চালান।

jagonews24

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলী মর্তুজা সনি বিশ্বাস ও স্বতন্ত্র প্রার্থী সাবেক জেলা যুবলীগ সভাপতি শরিফ উদ্দিন প্রধানের লোকজনই শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ রোডের দুই দিকে দখল নেয়ার চেষ্টা করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত শহরে চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছিল।

jagonews24

পাবনা সদর থানার ওসি নাসিম আহমেদ জানান, শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে পুলিশ অবস্থান নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

আমিন ইসলাম/এআরএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।