মাদকের সঙ্গে জড়িত থাকলে পুলিশকেও ছাড় দেয়া হবে না: ডিআইজি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)
প্রকাশিত: ১১:৪২ এএম, ২৯ জানুয়ারি ২০২১
ছবি : কামরুজ্জামান আল রিয়াদ

ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ বলেন, ‘অপরাধী যে দলেরই হোক কোনো ছাড় দেয়া হবে না। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। কোনো পুলিশ সদস্যও যদি মাদকের সাথে জড়িত থাকে তাকেও ছাড় দেয়া হবে না’।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকালে থানা ভবনে অনুষ্ঠিত বিশেষ আইনশৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান অতিথি হিসেবে সিলেট রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মফিজ উদ্দিন আহম্মেদ এ বক্তব্য রাখেন।

হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ উল্লার সভাপতিত্বে ও শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেবের পরিচালনায় সভা বক্তব্য রাখেন- সিলেট ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার নুরুল ইসলাম, শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, ভাইস চেয়ারম্যান গাজীউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. মুক্তা আক্তার, জেলা পরিষদের সদস্য আব্দুল্লাহ সরদার, ব্রাক্ষণডুরা ইউপি চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আদিল জজ, নুরপুর ইউপি চেয়ারম্যান মো. মুখলিছ মিয়া, শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদউজ্জামান মাসুক প্রমুখ।

habbi2

সভায় ডিআইজি আরও বলেন, ইতোমধ্যে পুলিশে ডোপ টেস্ট শুরু হয়েছে। পুলিশ জনগণের সেবক হিসেবে কাজ করবে। রক্ষক হয়ে ভক্ষক হওয়া যাবে না। থানায় এসে কেউ জানি হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

আইনশৃঙ্খলা সভা শেষে প্রধান অতিথি নব-নির্মিত শায়েস্তাগঞ্জ থানা ভবন পরিদর্শন করেন।

কামরুজ্জামান আল রিয়াদ/এসএমএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।